সোমবার, ১৭ ডিসেম্বর, ২০১২

স্লাইটশো বাংলাদেশের প্রকৃতির--শীতকাল আসার আগেই এবার জোরেশোরে কুয়াশা পড়তে শুরু করেছে। ঠান্ডাও আসছে জাঁকিয়ে। শীতের সকালে শিশিরে ভরে আছে ঘাস। ছবিটি রংপুর নগরের কেল্লাবন্দ এলাকা থেকে তোলা।

রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১২

বাংলাদেশে ক্লাউডস্পোকসের কার্যক্রম শুরু

 তারিখ: ১৬-১২-২০১২



 
যুক্তরাষ্ট্রের এপ্রিও ইনকরপোরেশনের অঙ্গপ্রতিষ্ঠান ক্লাউডস্পোকস (www. cloudspokes.com) বাংলাদেশে যাত্রা শুরু করেছে। ক্লাউড-সমর্থিত সেলসফোর্স, গুগল অ্যাপস ইত্যাদি কাজ করা প্রতিষ্ঠান এপ্রিওর ক্লাউডস্পোকস হচ্ছে একটি অনলাইনভিত্তিক কমিউনিটি প্ল্যাটফর্ম। 

শনিবার, ১৫ ডিসেম্বর, ২০১২

ছোট-বড় করুন ওয়েবসাইটের ফন্ট

ইন্টারনেটে কোনো ওয়েবসাইটে ফন্ট বড় করতে চাপুন CTRL +, ছোট করতে CTRL- এবং পুনরার আগের মতো ফন্ট সাইজ পেতে চাপুন CTRL 0