তারিখ: ১৬-১২-২০১২
যুক্তরাষ্ট্রের এপ্রিও ইনকরপোরেশনের অঙ্গপ্রতিষ্ঠান ক্লাউডস্পোকস (www. cloudspokes.com) বাংলাদেশে যাত্রা শুরু করেছে। ক্লাউড-সমর্থিত সেলসফোর্স, গুগল অ্যাপস ইত্যাদি কাজ করা প্রতিষ্ঠান এপ্রিওর ক্লাউডস্পোকস হচ্ছে একটি অনলাইনভিত্তিক কমিউনিটি প্ল্যাটফর্ম।
এতে যে কেউ বিনা মূল্যে লগইন করে যুক্ত হতে পারেন কাজে। এতে প্রতিনিয়ত সমাধানের জন্য প্রচুর সমস্যা দেওয়া থাকে, যা যে কেউ চাইলেই বিনা মূল্যে নিবন্ধনের মাধ্যমে সমাধান করে জমা দিতে পারেন। বিজয়ী সমাধানকারীর জন্য রয়েছে আয়ের ব্যবস্থা। এখানে বিভিন্ন অ্যাপ্লিকেশন তৈরি করা যায়, যা ক্লাউডভিত্তিক কার্যক্রমে ব্যবহূত হয়। অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম, যেখান থেকে ব্যবহারের জন্য অ্যাপ্লিকেশন তৈরি করা যায়। গত বৃহস্পতিবার ঢাকার ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সম্মেলনে ক্লাউডস্পোকস সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন এপ্রিও ইনকরপোরেশন ও ক্লাউড স্পোকস এমভিপির সলিউশন আর্কিটেক্ট দাস নোবেল। এ উদ্যোগ সম্পর্কে তিনি বলেন, ‘আমাদের কমিউনিটিতে বর্তমানে ৭৫ হাজার সদস্য বা ক্লাউড বিশেষজ্ঞ রয়েছেন, যাঁরা প্রতিনিয়ত নানা ধরনের সমস্যার সমাধান করছেন এবং নিজেদের দক্ষতা বৃদ্ধি করছেন।’ তিনি বলেন, বাংলাদেশের তরুণ প্রোগ্রামারদের জন্য এটা নিজের দক্ষতা বৃদ্ধি এবং প্রকাশের জন্য দারুণ এক সুযোগ। ক্লাউড কম্পিউটিং সম্পর্কে তিনি বলেন, বিপুল খরচের মাধ্যমে প্রযুক্তিবান্ধব প্রতিষ্ঠান না করে ক্লাউড কম্পিউটিংয়ের মাধ্যমেই সব ধরনের সুবিধা পাওয়া সম্ভব।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন