আমি লাবণী, ১৯৯৩ সালে জন্ম আমার, জন্মসূত্রে
রাজশাহী বিভাগের বাসিন্দা। বর্তমানে শিক্ষার্থী হিসাবে রাজশাহী
বিশ্ববিদ্যালয়ে বিবিএতে অধ্যায়নরত। লেখাপড়ার পাশাপাশি অবসর সময়টা মূলত
খেলাধূলা, লেখালেখি ও কম্পিউটার অপারেট করে সময় কাটাই। হালকাভাবে ব্লগে
কিছুটা লেখালেখির কাজ করে থাকি।
মূলত ছোটবেলা থেকেই বিভিন্ন অজানা বিষয় সম্পর্কে জানতে ইচ্ছে করত বিশেষ করে কম্পিউটার বিষয়ে। তাই পিসি নিয়েই মাতামাতি বেশী করি। তবে আমি যে পিসি বিষয়ে খুবই এক্সপার্ট তা বলব না। আপনাদের মতই একজন সাধারন! তবে নিজের কিছু জানা বিষয়কে নেটে শেয়ার করতে পচ্ছন্দ করি, সেই সাথে অজানা বিষয়বলি জানতে চেষ্টা করি। অবশ্য আমরা বন্ধুরা মিলে নিজেরা একটি টীম গঠন করেছি, এখানে বন্ধুরা জানা-অজানা বিষয়গুলো নিজেদের মধ্য শেয়ার করি এবং পরবর্তীতে বিভিন্ন প্রযুক্তি বিষয়ক ব্লগে তা পাবলিশ করে থাকি। যেমন- পিসি হেল্প লাইন সাইটে মাঝেমধ্য বন্ধুরা পোস্ট করছি। পরিশেষে নিজের বিষয়ে আর কিছু বলার নাই। Web Site: http://www.pchelplinebd.com/archives/author/achana-pothik
মূলত ছোটবেলা থেকেই বিভিন্ন অজানা বিষয় সম্পর্কে জানতে ইচ্ছে করত বিশেষ করে কম্পিউটার বিষয়ে। তাই পিসি নিয়েই মাতামাতি বেশী করি। তবে আমি যে পিসি বিষয়ে খুবই এক্সপার্ট তা বলব না। আপনাদের মতই একজন সাধারন! তবে নিজের কিছু জানা বিষয়কে নেটে শেয়ার করতে পচ্ছন্দ করি, সেই সাথে অজানা বিষয়বলি জানতে চেষ্টা করি। অবশ্য আমরা বন্ধুরা মিলে নিজেরা একটি টীম গঠন করেছি, এখানে বন্ধুরা জানা-অজানা বিষয়গুলো নিজেদের মধ্য শেয়ার করি এবং পরবর্তীতে বিভিন্ন প্রযুক্তি বিষয়ক ব্লগে তা পাবলিশ করে থাকি। যেমন- পিসি হেল্প লাইন সাইটে মাঝেমধ্য বন্ধুরা পোস্ট করছি। পরিশেষে নিজের বিষয়ে আর কিছু বলার নাই। Web Site: http://www.pchelplinebd.com/archives/author/achana-pothik
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন