আপনারা জানেন উইন্ডোজ এর সর্বশেষ সংস্করণ হচ্ছে উইন্ডোজ ৮। এই নতুন সংস্করণের থিমটি খুবই আকর্ষণীয়। তবে অনেকেই নানা কারণে নতুন সংস্করণ ইন্সটল করতে চান না। কারণ এটি একটি ঝামেলা এবং এখনো উইন্ডোজ ৮ এর কোনো কার্যকরী Serial বের হয়নি। তাই যারা উইন্ডোজ ৮ এর শুবিধা পেতে চান আপনাদের বর্তমান অপারেটিং সিস্টেম এ , তাদের জন্য এই পোস্ট।
১) এই লিঙ্ক এ জান। ৫ সেকেন্ড অপেক্ষা করে উপরে ডান পাশ থেকে skip এ ক্লিক করুন। তারপর যে উইন্ডো আসবে, তা 4 Shared এর। এখান থেকে প্রথমে প্যাকটি ডাউনলোড করুন।
২) এই প্যাকটি চলার জন্য .NET Framework 4 খুবই জরুরি।
৩)এখন প্রথমে .NET Framework ইন্সটল করুন। তারপর প্যাকটি ইন্সটল করুন। কিছু সময় লাগবে ইন্সটল হতে। ধর্জ হারাবেন না। ইন্সটল শেষ হলে কম্পিউটার রিস্টার্ট করুন।
৪) সবকিছু ঠিক থাকলে আপনি দেখতে পারবেন ঝকঝকে সুন্দর উইন্ডোজ ৮ কোনো প্রকার উইন্ডোজ ইন্সটল ছাড়াই !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন