বুধবার, ৭ নভেম্বর, ২০১২

ওবামার জয়ে রমনির অভিনন্দন

তারিখ: ০৭-১১-২০১২





মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী বারাক ওবামা পুনর্নির্বাচিত হয়েছেন। প্রতিপক্ষ রিপাবলিকান প্রার্থী মিট রমনি তাঁর পরাজয় মেনে নিয়ে ওবামাকে অভিনন্দন জানিয়েছেন। আজ বুধবার বিবিসি অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়।
সর্বশেষ ফলাফলে ওবামা ৩০৩টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির প্রার্থী মিট রমনি পেয়েছেন ২০৬টি। নির্বাচনে জয়ী হতে হলে কোনো প্রার্থীকে ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোটের মধ্যে কমপক্ষে ২৭০টি ভোট নিশ্চিত করতে হয়।
এখনো বেশ কিছু অঙ্গরাজ্যের ফলাফল ঘোষণা বাকি রয়েছে। এ ক্ষেত্রে ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে ২৯টি।
এদিকে ওবামার বিজয় নিশ্চিত হওয়ার পর বোস্টনে নিজের সমর্থকদের উদ্দেশে বক্তৃতা দিয়েছেন রমনি। দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ওবামাকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন তিনি। সমর্থকদের উদ্দেশে রমনি বলেন, ‘আমেরিকার জন্য এটা বড় কঠিন সময়। আমি প্রার্থনা করি, জাতিকে সঠিকভাবে পরিচালনা করতে সফল হবেন প্রেসিডেন্ট।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল মঙ্গলবার প্রথম প্রহরে শুরু হয় প্রেসিডেন্ট নির্বাচনে ভোট নেওয়া। ১৯৪৮ সাল থেকে চলা ঐতিহ্য অনুযায়ী নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের দুটি ছোট গ্রামের বাসিন্দারা প্রথম ভোট দেন।
নির্বাচনের আগে প্রকাশিত বিভিন্ন জনমত জরিপের ফলাফলে দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দেওয়া হয়েছিল। তবে সব ভবিষ্যদ্বাণী ও অনুমান উড়িয়ে দিয়ে দ্বিতীয়বারের মতো বিজয়ের হাসি হাসলেন ওবামা।
ভোটারদের পক্ষে টানতে শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে যান উভয় প্রার্থী ও তাঁদের কর্মীরা। এর মধ্যে মিট রমনি নির্বাচনের দিনও প্রচারণা চালিয়েছেন পেনসিলভানিয়া ও ওহাইও অঙ্গরাজ্যে। নির্বাচনের দিন প্রচারণার ঘটনা মার্কিন ইতিহাসে এর আগে কখনো ঘটেনি। মঙ্গলবার সকালেই রমনি ও তাঁর স্ত্রী ভোট দেন ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে নিজ শহর বেলমন্টের বিচ স্ট্রিট ভোটকেন্দ্রে। ওবামা ভোট শুরুর আগে গত সোমবার সর্বশেষ প্রচারণা চালান আইওয়া অঙ্গরাজ্যে।
প্রচারমাধ্যমের সব আলো শীর্ষ দুই প্রার্থীর ওপর থাকলেও প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন দুই ডজনের বেশি প্রার্থী। এর মধ্যে সব কয়টি অঙ্গরাজ্যের ব্যালটে নাম ছিল শুধু ডেমোক্রেটিক প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা (৫১) ও রিপাবলিকান প্রার্থী ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের সাবেক গভর্নর মিট রমনির (৬৫)। ডেমোক্রেটিক পার্টির ভাইস প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন জো বাইডেন। রিপাবলিকান পার্টিতে ছিলেন পল রায়ান।
ওবামা ও রমনি ছাড়া প্রেসিডেন্ট প্রার্থীদের মধ্যে ছিলেন লিবার্টারিয়ান দলের নেতা নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের সাবেক গভর্নর গ্যারি জনসন, প্রতিনিধি পরিষদের সাবেক সদস্য রিপাবলিকান দলের নেতা ভার্জিল গুড ও গ্রিন পার্টির নেতা জিল স্টেইন। নির্বাচনে তাঁরা কোনো সুবিধা করতে পারেননি।
 2.-------------------
দ্বিতীয়বারের মতো বিজয়ের হাসি বারাক ওবামার মুখে। ভালোয় ভালোয় নির্বাচনের কঠিন বৈতরণী পার হলেও রাষ্ট্রনায়ক হিসেবে এবার তাঁকে অনেক কঠিন বিষয় সামাল দিতে হবে। বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিশ্লেষকদের মতে, প্রেসিডেন্ট ওবামার দ্বিতীয় দফার পথ মোটেও সহজ হবে না। তাঁর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে দেশের নাজুক অর্থনীতি সঠিক পথে নিয়ে আসা, ব্যয়ের লাগাম টেনে ধরা, ব্যবসা ও বিনিয়োগবান্ধব মুদ্রানীতি প্রণয়ন করা।
এদিকে ওবামার সম্ভাব্য জয়ের খবরে শেয়ারবাজারে পতন দেখা দিয়েছে। উচ্চ আয়ের লোকদের ওপর কর বৃদ্ধির পক্ষে ওবামা। ওবামার জয়ের খবরে এই শ্রেণী এখন রীতিমতো শঙ্কিত।
মার্কিন অর্থনীতি ভালোভাবে সামাল দিতে না পারার অভিযোগ রয়েছে ওবামার বিরুদ্ধে। নানা দিক দিয়ে দুর্বল হয়ে পড়া মার্কিন অর্থনৈতিক ব্যবস্থা পুনর্গঠন করা ওবামার জন্য বেশ কঠিন হবে। এর সঙ্গে আছে বেকারত্বের সমস্যা। প্রেসিডেন্টকে লাখ লাখ বেকার জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। সেটা তিনি কীভাবে করবেন, তা দেখার বিষয়।
কেন্দ্রীয় সরকারের ঋণের বোঝা কমানো, কর, স্বাস্থ্যসেবা, জাতীয় ঐক্য সৃষ্টি, মার্কিন জনগণের নিরাপত্তা, মৌলিক সুযোগ-সুবিধা বৃদ্ধিসহ অভ্যন্তরীণ নানা বিষয়ের সুরাহা করতে হবে ওবামাকে।
আফগানিস্তানে এক দীর্ঘমেয়াদি যুদ্ধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র। ২০১৪ সালের শেষ নাগাদ সেখান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের কথা রয়েছে। সেটি ভালোভাবে করাও ওবামার জন্য একটা চ্যালেঞ্জ হবে।
এ ছাড়া ইরানের পারমাণবিক কর্মসূচি ও সিরিয়ায় চলমান গৃহযুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের অবস্থান নির্ধারণ, আন্তর্জাতিক পরিমণ্ডলে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব, মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক প্রভৃতি বিষয় মোকাবিলায় বেশ বেগ পেতে হবে ওবামাকে।

হোয়াইট হাউসে ফিরেছেন ওবামা

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন