তারিখ: ১৪-১১-২০১২ Newspaper -Prothom alo
গুগলের ক্রোমবুক হিসেবে ১১.৬ ইঞ্চি মাপের একটি ল্যাপটপ তৈরি করেছে এসার।
‘সি৭’ মডেলের এ ল্যাপটপটির দাম মাত্র ১৯৯ মার্কিন ডলার। এক খবরে এ তথ্য
জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট।
গুগল জানিয়েছে, এসারের তৈরি এ সাশ্রয়ী এ ক্রোমবুকে রয়েছে ইনটেলের সর্বশেষ প্রজন্মের প্রসেসর পূর্ণ আকৃতির কি-বোর্ড এবং ক্লিকেবল ট্র্যাকপ্যাড।
৩২০ গিগাবাইট হার্ড ডিস্ক এবং গুগল ড্রাইভে দুই বছরের জন্য ১০০ গিগাবাইট ব্যবহার করার সুবিধা। সাড়ে তিন ঘণ্টা ব্যাটারি সুবিধার এ ক্রোমবুক দ্রুত চালু হয়।
ক্রোমবুক হিসেবে স্যামসাংয়ের ক্রোমবুক এবং ক্রোমবুক ৫৫০ এর পরে এলো এসারের সি৭। গুগলের অনলাইন স্টোরসহ বিভিন্ন অনলাইন স্টোরে এসারের ক্রোমবুক বিক্রি শুরু হয়েছে।
গুগল জানিয়েছে, এসারের তৈরি এ সাশ্রয়ী এ ক্রোমবুকে রয়েছে ইনটেলের সর্বশেষ প্রজন্মের প্রসেসর পূর্ণ আকৃতির কি-বোর্ড এবং ক্লিকেবল ট্র্যাকপ্যাড।
৩২০ গিগাবাইট হার্ড ডিস্ক এবং গুগল ড্রাইভে দুই বছরের জন্য ১০০ গিগাবাইট ব্যবহার করার সুবিধা। সাড়ে তিন ঘণ্টা ব্যাটারি সুবিধার এ ক্রোমবুক দ্রুত চালু হয়।
ক্রোমবুক হিসেবে স্যামসাংয়ের ক্রোমবুক এবং ক্রোমবুক ৫৫০ এর পরে এলো এসারের সি৭। গুগলের অনলাইন স্টোরসহ বিভিন্ন অনলাইন স্টোরে এসারের ক্রোমবুক বিক্রি শুরু হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন