বুধবার, ১৪ নভেম্বর, ২০১২

এবার এসারের সাশ্রয়ী ক্রোমবুক

তারিখ: ১৪-১১-২০১২  Newspaper -Prothom alo
গুগলের ক্রোমবুক হিসেবে ১১.৬ ইঞ্চি মাপের একটি ল্যাপটপ তৈরি করেছে এসার। ‘সি৭’ মডেলের এ ল্যাপটপটির দাম মাত্র ১৯৯ মার্কিন ডলার। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট।
গুগল জানিয়েছে, এসারের তৈরি এ সাশ্রয়ী এ ক্রোমবুকে রয়েছে ইনটেলের সর্বশেষ প্রজন্মের প্রসেসর পূর্ণ আকৃতির কি-বোর্ড এবং ক্লিকেবল ট্র্যাকপ্যাড। 





৩২০ গিগাবাইট হার্ড ডিস্ক এবং গুগল ড্রাইভে দুই বছরের জন্য ১০০ গিগাবাইট ব্যবহার করার সুবিধা। সাড়ে তিন ঘণ্টা ব্যাটারি সুবিধার এ ক্রোমবুক দ্রুত চালু হয়।
ক্রোমবুক হিসেবে স্যামসাংয়ের ক্রোমবুক এবং ক্রোমবুক ৫৫০ এর পরে এলো এসারের সি৭। গুগলের অনলাইন স্টোরসহ বিভিন্ন অনলাইন স্টোরে এসারের ক্রোমবুক বিক্রি শুরু হয়েছে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন